১। সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
দারিদ্র্য বিমোচন এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে সরকার প্রবর্তিত সুদমুক্ত ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়ন করছে উপজেলা সমাজসেবা কার্যালয়, হাতিয়া, নোয়াখালী। এই কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীকে আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক স্বনির্ভরতার পথে এগিয়ে নেওয়া হচ্ছে।কর্মসূচির কার্যকারিতা ও টেকসইতা নিশ্চিত করতে উপকারভোগী এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের আয়োজন করা হয়ে থাকে। প্রশিক্ষণের মাধ্যমে তারা শুধু ঋণ ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা অর্জনই করেন না, বরং উদ্যোক্তা মনোভাব ও আত্মনির্ভরশীল হওয়ার জন্য অনুপ্রাণিত হন। উল্লেখ্য, সরকার কর্তৃক অর্থ বরাদ্দ প্রাপ্তির ভিত্তিতে এই প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়ে থাকে, যা স্থানীয় পর্যায়ে দারিদ্র্য হ্রাসে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।
২। পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
গ্রামীণ দরিদ্র নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সরকার কর্তৃক প্রবর্তিত পল্লী মাতৃকেন্দ্র কর্মসূচির আওতায় ক্ষুদ্রঋণ প্রদান করছে উপজেলা সমাজসেবা কার্যালয়, হাতিয়া, নোয়াখালী। এই কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীরা আত্মকর্মসংস্থান ও ক্ষুদ্র উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিজেদের ভাগ্যোন্নয়নের সুযোগ পাচ্ছেন। কর্মসূচির কার্যকারিতা বৃদ্ধি এবং সফল বাস্তবায়ন নিশ্চিত করতে পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকা ও সংশ্লিষ্ট অন্যান্য জনবলের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করা হয়ে থাকে। প্রশিক্ষণের মাধ্যমে তারা ঋণ ব্যবস্থাপনা, দলীয় নেতৃত্ব, আর্থসামাজিক উন্নয়ন ও নারী ক্ষমতায়নের বিভিন্ন দিক সম্পর্কে সচেতন ও দক্ষ হয়ে ওঠেন। এই প্রশিক্ষণ কার্যক্রম সরকারি অর্থ বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে বাস্তবায়িত হয়ে থাকে এবং তা স্থানীয় পর্যায়ে নারীর ক্ষমতায়ন ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস