প্রকাশন তারিখ : ০২-০১-২০২৫
‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উপলক্ষে হাতিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, নোয়াখালীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ওয়াকাথন ও “কল্যাণরাষ্ট্র বিনির্মাণে মুক্ত আড্ডা”। ২ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার সকাল ১১ঃ০০ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত হয় “কল্যাণরাষ্ট্র বিনির্মাণে মুক্ত আড্ডা” অনুষ্ঠান। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, হাতিয়া, নোয়াখালী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব কাজী মোঃ ইমরান হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার, হাতিয়া, নোয়াখালী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ, বিভিন্ন ভাতাভোগী, বেসরকারি এতিমখানার শিক্ষক ও ছাত্র, সংবাদ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ। মুক্ত আড্ডায় অংশগ্রহণকারীরা কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সরকারি ও বেসরকারি ভূমিকা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যকারিতা এবং সমাজসেবার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন। অনুষ্ঠানের শেষ পর্বে, ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের আওতায় দুইজন ভিক্ষুকের মাঝে উপকরণ বিতরণ করা হয়। তাদের স্বনির্ভর জীবনযাত্রার জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস